রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড (বিয়ারিং স্প্রিং) খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিহতের নাম আবুল কালাম (বয়স আনুমানিক ৩৫-৪০ বছর)। তিনি শরীয়তপুরের বাসিন্দা। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিয়ারিং প্যাডটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই এক পথচারীর মৃত্যু হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ওই তরুণ ব্যাগ হাতে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। হঠাৎ বিয়ারিং স্প্রিংটি ওপর থেকে পড়ে তার মাথায় আঘাত হানে। একই সঙ্গে এটি পাশের একটি চপ-শিঙাড়ার দোকানে আঘাত করলে দোকানের কাঁচ ভেঙে যায় এবং আরও দুজন আহত হন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ওই তরুণ ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীদের মতে, ছিটকে পড়া স্প্রিংটির ওজন প্রায় ৪০ থেকে ৫০ কেজি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। মেট্রোরেল চালু হতে কত সময় লাগবে, তা এখনও নিশ্চিত নয়।
এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ ছিল। পরপর এমন দুটি ঘটনায় মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মেট্রোরেলের উড়ালপথের পিলারের সঙ্গে রাবারের বিয়ারিং প্যাডগুলো বসানো থাকে, প্রতিটির ওজন প্রায় ১৪০–১৫০ কেজি। এগুলো ছাড়া ট্রেন চললে উড়ালপথ স্থানচ্যুত বা দেবে যেতে পারে
ডিএমটিসিএল সূত্র জানায়, এই ঝুঁকি এড়াতেই চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “ফার্মগেটের খেজুরবাগান মোড়ের নির্মাণ নকশায় ত্রুটি রয়েছে। আগেও এমন দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু জাপানি ঠিকাদার সংস্থা তা ঠিক করেনি।”
এনএনবাংলা/

আরও পড়ুন
ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দিতে হাইকোর্টের রুল