জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। এতে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নূর রক্তাক্ত হয়েছেন। তিনি বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, আগামী নির্বাচনে যেন কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিগুলো অংশ নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিচ্ছে না এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে জাতীয় পার্টির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
তার ভাষায়, জাতীয় পার্টি আসলে জাতীয় পার্টি নয়; জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। আওয়ামী লীগ ফ্যাসিবাদী রাজনীতির জন্য যেমন দায়ী, তেমনি জাতীয় পার্টিই এর মূল সহযোগী।
গণঅধিকার পরিষদের সঙ্গে নিজের রাজনৈতিক সম্পর্কের কথা স্মরণ করে এনসিপির এই নেতা বলেন, আমরা একসঙ্গে কঠিন সময় পার করেছি। এখানে আমার অনেক সহযোদ্ধা আছেন, যাদের সঙ্গে আমি জেল খেটেছি, রাজপথে আন্দোলন করেছি, স্লোগান তুলেছি। আমি আক্রান্ত হওয়ার পর সারা দেশ থেকে অনেকেই আন্দোলনে অংশ নিয়েছেন। সেই উত্তাল দিনগুলো আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মন্তব্য করতে গিয়ে আখতার হোসেন বলেন, বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের রাষ্ট্র কাঠামোয় বড় পরিবর্তন আসতে চলেছে—যেখানে গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনের আওতায় থাকা রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে অনেক মৌলিক বিষয়ে একমত হয়েছে এবং জুলাই সনদকে আইনি রূপ দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। তবে এখনো সেই প্রক্রিয়া চূড়ান্ত হয়নি।
গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান থেকে সরকার ও কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এই সনদের বাস্তবায়ন ছাড়া চলমান সংকট উত্তরণ সম্ভব নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল আইনি ভিত্তি চায়। তাই কোথায় বাধা তৈরি হচ্ছে তা চিহ্নিত করতে হবে। যদি কোনো দলের স্বার্থ জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে সেই দলকে জাতীয় স্বার্থের দিকটি বিবেচনা করে বিরত থাকতে হবে।
আমরা বাংলাদেশের স্বার্থে ঐক্যবদ্ধ হতে চাই, বলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি
ইসির ওয়েবসাইট আধুনিকভাবে গড়ে তোলার উদ্যোগ
৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে বদলি