October 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 26th, 2025, 3:27 pm

মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে ট্রাম্পের ৫ দিনের এশিয়া সফর শুরু

 

মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁচ দিনের এশিয়া সফর। রবিবার (২৬ অক্টোবর) সকালে তিনি এয়ারফোর্স ওয়ানে করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে পৌঁছানোর পর ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত স্থানীয় শিল্পীরা নৃত্য ও ড্রামের তালে তাকে স্বাগত জানান, সেই সঙ্গে ট্রাম্পকেও নাচে অংশ নিতে দেখা যায়।

এ সফরের অংশ হিসেবে ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এছাড়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। মালয়েশিয়ার সঙ্গেও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

পাঁচ দিনের এই সফরে মালয়েশিয়ার পর ট্রাম্প জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থনীতিবিদদের মতে, এই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসানের সম্ভাবনা তৈরি হতে পারে।

এনএনবাংলা/