October 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 26th, 2025, 3:36 pm

সপরিবারে ওমরাহ শেষে নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন।

রবিবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।

তিনি জানান, ওমরাহ পালন শেষে তারেক রহমান পুনরায় লন্ডনে ফিরে যাবেন। নভেম্বরের শেষের দিক বা ডিসেম্বরের শুরুর দিকে তিনি ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন বলেও জানান ফজলে এলাহী।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি বিশেষ নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে বলে জানান দলটির নিরাপত্তা উপদেষ্টা। তিনি বলেন, এই কমিটি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাস করবে এবং সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করবে।

ফজলে এলাহী আরও জানান, দেশে ফেরার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮১ সালে তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে ওই বাড়িটি বরাদ্দ দেয়।

প্রসঙ্গত, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান তারেক রহমান, এবং তখন থেকেই তিনি সেখানেই অবস্থান করছেন।

এনএনবাংলা/