রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৪৫)। তাঁর বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।
রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় চালু করা হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সার্ভিস বন্ধ রয়েছে।
ডিএমটিসিএলের সূত্র জানায়, মেট্রোরেলের উড়ালপথের পিলার ও গার্ডারের মাঝখানে বিয়ারিং প্যাড স্থাপন করা হয়, যা ট্রেনের কম্পন শোষণ করে ভারসাম্য বজায় রাখে। প্রতিটি প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এই প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথে দেবে যাওয়া বা স্থানচ্যুতি ঘটার আশঙ্কা থাকে।
এর আগে গত বছর সেপ্টেম্বরেও ফার্মগেট এলাকায় একই ধরনের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে গিয়েছিল। তখনও ট্রেন চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল। দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল