October 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 26th, 2025, 5:52 pm

শাপলা প্রতীকের জন্য ইসি পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি: সারজিস

 

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,  নির্বাচন কমিশন বিভিন্ন স্থানে স্বেচ্ছাচার করছে এবং পক্ষপাতপূর্ণ মনোভাব দেখাচ্ছে। আমরা আশা করি, অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশন এমন আচরণ করবে না। যদি শাপলা প্রতীক নিয়ে আমাদের কর্মসূচি মাঠে নামতে হয়, তাহলে একই সঙ্গে আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনও চালাব

তিনি আরও বলেন, যদি এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তাদের নিরপেক্ষ অবস্থান কর্ম এবং কথায় প্রমাণ করতে হবে, যা এখনও দেখা যায়নি।

রবিবার (২৬ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, আগামী বাংলাদেশের নেতৃত্বে বিএনপি ও জামায়াত এককভাবে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। এখানে এনসিপির অংশগ্রহণ অপরিহার্য। আগামী দিনে জুলাই সনদের বাস্তবায়ন, মৌলিক সংস্থা ও বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এনসিপি এবং তরুণ প্রজন্মের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন, যেদিন জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত হবে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদেশ জারি হবে এবং গণভোটে যদি সনদের পক্ষে রায় আসে, তখন কোন নোট অফ ডিসেন্টকে বিবেচনা করা হবে না। তার আগে কোনো নিশ্চয়তা ছাড়া শুধুমাত্র কাগজে স্বাক্ষর করে জনগণকে প্রতারণা করা হবে না।

সারজিস আলম বলেন, আমরা কেবল কয়েকটি আসনের জন্য সংসদে যাওয়ার বা জোটের জন্য রাজনীতি করি না। যে কোনো রাজনৈতিক দল যদি জুলাই সনদের প্রতিটি সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষা করে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সক্রিয় এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে কমিটেড থাকে—তাহলেই আগামী নির্বাচনে ঐক্য সম্ভাব্য।

সমন্বয় সভার সূচনায় জেলা সংগঠক ইকরাম হোসেনের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় সাংগঠনিক আলোচনা। জেলার বিভিন্ন উপজেলার কমিটির নেতাকর্মীরা সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। সভায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় কমিটির সংগঠক খাইরুল কবির, সংগঠক সাঈদ উজ্জ্বল, কেন্দ্রীয় কমিটি সদস্য দিদার শাহসহ দলের স্থানীয় নেতারা।

এনএনবাংলা/