সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালী বিভাগ আন্দোলনের অন্যতম সমন্বয়কারী সংগঠন নোয়াখালীর ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ফ্রি সেবার লাশবাহী অ্যাম্বুলেন্স কুমিল্লায় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার স্থানীয় বৈঠকখানা রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মূখ্য সমন্বয়ক জহিরুল ইসলাম।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, একজন মুমূর্ষু রোগী নিয়ে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ফ্রি এম্বুলেন্স ঢাকা যাচ্ছে। পথে রোগীর অবস্থার অবনতি হলে কুমিল্লায় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। এ সময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী বিভাগ আন্দোলনে সম্পৃক্ত থাকায় উক্ত ফাউন্ডেশনের এম্বুলেন্সে হামলা চালিয়ে ড্রাইভারকে মারধর করে।
সংবাদ সম্মেলনে এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

আরও পড়ুন
ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ দুইজন গ্রেপ্তার
প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা-কর্মচারীরা দেশটাকে দূর্নীতির আখড়ায় পরিণত করেছে : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন ফরম সংগ্রহ, গাজীপুর-৫