October 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 26th, 2025, 6:59 pm

১ নভেম্বর সিলেট বিভাগে রেলপথ অবরোধ ও ট্রেনযাত্রীদের ৮ দফা দাবিতে শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ

{"capture_mode":"AutoModule","faces":[]}

(মৌলভীবাজার) প্রতিনিধি:

আখাউড়া-সিলেট রেল সেকশনে বন্ধ সকল রেল স্টেশন চালুকরনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ১ নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ রেলপথ অবরোধ সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় এই কর্মসূচী পালিত হয়।

৮ দফা দাবী বাস্তবায়ন আন্দোলন, শমশেরনগর এর উদ্যোগে শমশেরনগর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সমাজকর্মী এনামুল হক শামীমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা গোলাম রাব্বাীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, ৮ দফা দাবি বাস্তবায়ন, কুলাউড়া এর আহ্বায়ক সাংবাদিক আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আকই, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমীন মিল্টন, নির্মল এস পলাশ, জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: সায়েম, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন,  শমশেরনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দু’টি স্পেশাল ট্রেন চালু করা, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরন, এই সেকশনে ট্রেনের টিকেট কালোবাজারী রোধ, সিলেটের স্টেশন সমুহে আসন সংখ্যা বৃদ্ধি করা, যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনকরাসহ বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবি ৮ দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ১লা নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ পর্যন্ত রেলপথ অবরোধ করা হবে।

তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের প্রবাসীরা বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও আখাউড়া-সিলেট রেলপথের কোন সংস্কার নেই, মান্ধাতা আমলের বগি ও ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচল এবং ঘন ঘন ট্রেন দুর্ঘটনা, রেলপথে ট্রেনের টিকেটের চরম সংকট, যাত্রীদের অবর্ননীয় ভোগান্তি লেগেই আছে।

তারা আরও বলেন, রেল স্টেশনের কিছু অসাধু মাস্টার ও কর্মচারীর যোগসাজষে একটি সিন্ডিকেট চক্র টিকেট কালোবাজারীর মাধ্যমে দ্বিগুণ, তিনগুণ টাকা হাতিয়ে নিচ্ছে। এসব অব্যবস্থাপনা ও দুর্ণীতি রোধে এবং ত্রুুটিমুক্ত ইঞ্জিন যুক্তসহ দাবি দাওয়া বাস্তবায়িত না হলে আগামী পহেলা নভেম্বর সর্বাত্মক কর্মসূচী বাস্তবায়ন এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।