সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহীনির প্রধান নজরুল শেখ (৪৮) কে আটক করেছে কোষ্টগার্ডের সদস্যরা । এসময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৬রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটক নজরুল বাগেরহাটের রামপাল থানার বাসিন্দা।
রবিবার (২৬ অক্টোবর ) ভোর রাতে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিন করেছেন কোষ্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল হক।
তিনি বলেন,আটক বনদস্য নজরুল দীর্ঘদিন যাবৎ তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলো। এছাড়াও, গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এর পর থেকেই উক্ত বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্ট গার্ড।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
নাটোরে বড়াইগ্রামে গোডাউনে ১৩ টন গুলির খোসা
ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে সিট সংকটে চিকিৎসা চলছে বারান্দার কাঠের বেঞ্চে
১ নভেম্বর সিলেট বিভাগে রেলপথ অবরোধ ও ট্রেনযাত্রীদের ৮ দফা দাবিতে শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ