ডামুড্যা (শরীয়তপুর):
শরীয়তপুর ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ রোগীর বেদ সংকটে হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে বারান্দায় কাটের টেবিলে স্যালাইন পুশ করে সালানকে ঝুলিয়ে রাখা হয়েছে দরজার সাথে। ২৬ শে অক্টোবর রবিবার সকাল ১১ ঘটিকার সময় পূর্ব ডামুড্যা থেকে আসা ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি করা হয়। রোগীদের সিট সংকটের কারণে তাকে বারান্দায় কাঠের বেঞ্চে উপরে শুয়ায়ে ডায়রিয়ার স্যালাইন পুশ করে স্যালাইন ঝুলিয়ে রাখা হয় দরজার হুকের সাথে।রোগীর নাম বলতে অনিচ্ছুক ডাক্তারের ভয়ে যদি তার চিকিৎসা সঠিকভাবে না হয় এজন্য নাম বলতে অনিচ্ছুক। হাসপাতাল ঘুরে দেখা যায় রোগীর সংখ্যা বেশি এতে রোগী সিট সংকটের ফলে রোগীদের চিকিৎসা চলছে নতুন /পুরাতন ভবনে সাধারণ বেডগুলোতে ডায়রিয়া ঠান্ডা জ্বর সর্দি পেটে ব্যথা এবং কি ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী চারজন ভর্তি হয়েছে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে । এই ব্যাপারে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার নাসিমা বলেন আমাদের হসপিটালে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি গত ২৪ ঘন্টা থেকে আজ সকাল পর্যন্ত নতুন ডেঙ্গু রোগী ৪জনকে ভর্তি করা হয়েছে ,ডাক্তার সংকট থাকায় রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ রাফিউল আহমেদ ধ্রুব জানান উপজেলায় ৫০ বেডের বেশি হয় না, রোগী বেশি হয়ে গেলে সে ক্ষেত্রে রোগী কে ফ্লোরে তোশখ বিছিয়ে চিকিৎসায় দিতে হয় এটা আমাদের জন্য দুঃখ জনক।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ রেহান উদ্দিন কে মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন আমি কেবিনেট জুম মিটিং এ ব্যস্ত আছি, আপনার সাথে পরে কথা বলবো।

আরও পড়ুন
নাটোরে বড়াইগ্রামে গোডাউনে ১৩ টন গুলির খোসা
সুন্দরবন থেকে অস্ত্র গোলাবারুদ সহ ডাকাত রাঙ্গা বাহীনির প্রধান অটক
১ নভেম্বর সিলেট বিভাগে রেলপথ অবরোধ ও ট্রেনযাত্রীদের ৮ দফা দাবিতে শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ