রাজধানীর রমনা ও শাহবাগ থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ১৬৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
রবিবার (২৬ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই অব্যাহতির আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল।
রমনা থানার মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় প্রায় দেড় লাখ মানুষ সমবেত হন। সে সময় প্রধান বিচারপতির বাসভবনের সামনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার পর এসআই সহিদুল ওসমান বিস্ফোরক দ্রব্য আইনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা করেন। তবে তদন্ত শেষে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে সকল আসামিকে অব্যাহতির সুপারিশ করে। আদালত সে প্রতিবেদন গ্রহণ করে তাদের দায় থেকে অব্যাহতি দেন।
রমনা থানার মামলায় অব্যাহতি পাওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, আহমেদ আজম খান, আবদুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।
অন্যদিকে, একই দিনের শাহবাগ থানার মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে পল্টন থানার সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসআই সালাহ উদ্দিন কাদের বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা করেন। মামলায় মির্জা ফখরুলসহ ১০৪ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে পুলিশ এ মামলাতেও সবার অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে, যা আদালত গ্রহণ করে সকল আসামিকে দায় থেকে অব্যাহতি দেন।
এই মামলায় অব্যাহতি পাওয়া বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, হাবীব-উন-নবী খান সোহেল, আহমেদ আজম খান, সুলতান সালাহউদ্দিন টুকু, খন্দকার এনামুল হক এনাম ও আমিনুল হক।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইসির ওয়েবসাইট আধুনিকভাবে গড়ে তোলার উদ্যোগ
৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে বদলি
মানি লন্ডারিংয়ের মামলায় সম্রাটের জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা