October 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 27th, 2025, 2:36 pm

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই : ইসিসচিব

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এ প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। তবে কমিশন নিজ বিবেচনায় অন্য কোনো প্রতীক বরাদ্দ দিয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করবে।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, শাপলা প্রতীক প্রসঙ্গে কমিশনের অবস্থান আগেই পরিষ্কার করা হয়েছে। যেহেতু বিধিমালায় এ প্রতীকটি নেই, তাই এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এখন পর্যন্ত বিকল্প কোনো প্রস্তাব কমিশনের কাছে আসেনি, ফলে কমিশন পূর্বের অবস্থানেই রয়েছে

আরপিও (নির্বাচন আইন) সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি জানান, কমিশন দীর্ঘ সময় ধরে দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় চিহ্নিত হয়নি। তাই অনুমাননির্ভর মন্তব্য করা ঠিক হবে না।

তিনি আরও যোগ করেন, কমিশন আরপিও সংশোধনের প্রস্তাবগুলো পাঁচটি দিক বিবেচনায় পর্যালোচনা করেছে—যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য, ভাষাগত বা সংখ্যাগতভাবে সংশোধনযোগ্য, রাজনৈতিক ঐকমত্য ছাড়া অসম্ভব, বিদ্যমান আইনে নির্ধারিত এবং কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য।

এনএনবাংলা/