দেশে ডেঙ্গু পরিস্থিতি দিনকে দিন উদ্বেগজনক হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এসব মৃত্যু ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি সপ্তাহে সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন ১০ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ১২৬ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৬৯ জনে। একই সময়ে সারাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৬ হাজার ৪২৩ জন।
এ বছরের শুরু থেকে সর্বোচ্চ সংক্রমণ ঘটেছিল সেপ্টেম্বর মাসে, যখন ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তবে চলতি অক্টোবর মাসে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে— এ মাসেই এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ১৯ হাজার ৮১ জন রোগী, যা এ বছরের সর্বোচ্চ সংক্রমণ হিসেবে চিহ্নিত হচ্ছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসে সংক্রমণ বাড়ার কারণ আবহাওয়ার পরিবর্তন ও মশার প্রজনন নিয়ন্ত্রণে দুর্বলতা।
এনএনবাংলা/

আরও পড়ুন
সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে নৌকাসহ ৪ জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা
নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা