October 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 27th, 2025, 6:12 pm

উত্তরা-মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক যাত্রীদের স্বস্তি

 

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে পুরো রুটে ট্রেন চলাচল নিরবচ্ছিন্নভাবে চালু হয়।

এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে পুরো রুটে মেট্রোরেল সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়।

পরবর্তীতে বিকেল ৩টার দিকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল আংশিকভাবে চালু হয়। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলেও পুরো রুট তখনও সচল ছিল না।

সোমবার সকালে মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পূর্ণ রুটে মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

মেট্রোরেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার দুপুরে সেবা বন্ধ হওয়ার পর বিকেল ৩টা থেকে উত্তরা–আগারগাঁও অংশে চলাচল শুরু হয় এবং প্রায় সাত ঘণ্টা পর, সন্ধ্যা সোয়া ৭টায় শাহবাগ থেকে মতিঝিল অংশেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এনএনবাংলা/