October 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 27th, 2025, 6:35 pm

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে মামলা করেছে।

কমিশনের অনুমোদনের পর সোমবার (২৭ অক্টোবর) মামলাটি দায়ের করা হয়, জানিয়েছে দুদকের সূত্র।

দুদক জানায়, গণঅভ্যুত্থানের পর নাঈমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু হয়। তদন্তের অংশ হিসেবে তাদের কাছে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিল করা হয়নি। এ কারণে আইনের আওতায় মামলা করা হয়েছে।

তদন্ত এখনও চলমান রয়েছে এবং তাদের অবৈধ সম্পদের খোঁজ চালানো হচ্ছে।

নাঈমুল ইসলাম খান সাংবাদিক হিসেবেও পরিচিত; তিনি ক্ষমতাচ্যুত সরকারের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণঅভ্যুত্থানের সময় তিনি সরকারের পক্ষে গণমাধ্যমে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। পটপরিবর্তনের পর থেকে দুদক তার সম্পদ অনুসন্ধানে মাঠে নামেছে।

সম্প্রতি আদালতের আদেশে নাঈমুল ইসলাম, তার স্ত্রী ও সন্তানদের ১৬৩টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

একই দিনে দুদক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ জালিয়াতির ঘটনায় সাবেক মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মন্ডলসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে। অভিযোগ রয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষা পাস না করেও ৪২ জনকে বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

এনএনবাংলা/