October 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 27th, 2025, 6:51 pm

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন দিতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করা পর্যন্ত নির্বাচন করাতে পারবে না।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা এনসিপির সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, “আমরা শাপলা প্রতীক চেয়েছি। আইনগতভাবে কোনো বাধা নেই, তাই শাপলা প্রতীক নিয়েই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব।”

জোট রাজনীতির বিষয়ে তিনি বলেন, “জুলাইয়ের ঘটনার হতাহতদের বিচারসহ আমাদের অন্য দাবি যদি অন্যান্য দল মানে, তবে জোট গঠনে আমরা কোনো আপত্তি দেখব না।”

এর আগে, জেলা এনসিপির সমন্বয় সভায় আগামী জাতীয় নির্বাচনের জন্য দলীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল। কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরাও সভায় অংশগ্রহণ করেন।

এনএনবাংলা/