October 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 27th, 2025, 7:27 pm

টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ

 

টাঙ্গাইল প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের জেলা শাখার আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আমীর আহসান হাবিব মাসুদ, জেলা নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল ইসলাম, সদর আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে।

তারা আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।