October 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 27th, 2025, 7:44 pm

রংপুরে বিনা ধান -১৭ মাঠ দিবস অনুষ্ঠিত

রংপুর ব্যুরো:

বিনা  উদ্ভাবিত  উচ্চ ফলনশীল ও স্বল্প জীবন কালিন জাত বিনা ধান-১৭ এর মাঠ দিবস রংপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল  সোমবার দুপুরে জেলার মিঠাপুকুর উপজেলার বালারহাটে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালী প্রকল্পের অর্থায়নে কৃষিস্প্রসারণ অধিধপ্তরের সহযোগীতায় বিনা মাঠ দিবসের আয়োজন করেন । এতে প্রধান অতিথি ছিলেন রংপুর অঞ্চলের বীজ প্রত্যয়ন অফিসার ডক্টর পলাশ সরকার, বিশেষ অতিথি ছিলেন বিনার মূখ্যবৈজ্ঞানিক কর্মকর্তা ও বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কমর্কতা ডক্টর রফিকুল ইসলাম, বিনা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ মাহবুব  আলম তরফদার , প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ও উপ প্রকল্প পরিচালক ডক্টর মো: আশিকুর রহমান, মিঠাপুকর  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: লোকমান হেকিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিনা বৈজ্ঞাানিক কর্মকর্তা মোতাব্বের হোসেন ,কৃষক শাহআলম প্রমূখ ।

বিনা রংপুর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ড. রফিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন ধানের প্রায় ১৭ টন বীজ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এতে প্রায় ৬ হাজার কৃষক উপকৃত হয়েছেন। তিনি বলেন, স্বল্প জীবনকালের জাত চাষের ফলে আমন ফসল তোলার পর রবি শস্য আবাদ করা যাবে, যা ফসলের নিবিড়তা বাড়াবে। ২৫ দিন পর্যন্ত পানিতে নিমজ্জিত থাকলেও এই ধানের কোনো ক্ষতি হবে না।

তিনি আরও বলেন, বিনাধান-৭ ও বিনার অন্যান্য জাতের গড় ফলন হেক্টর প্রতি ৫ টন থেকে সাড়ে ৭ টন পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও অন্যান্য জাতের ধানের চেয়ে বিনাধানে পোকামাকড়ের আক্রমণ কম হয়। পরে অতিথি বৃন্দ কৃষক শাহআলমের ২ বিঘা জমির ধান কর্তণ করেন ।