October 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 28th, 2025, 3:30 pm

ডেঙ্গুতে মারা গেলেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী

 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের সুনাম বয়ে আনা হাফেজ সাইফুর রহমান ত্বকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী।

হাফেজ ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং এ প্রতিষ্ঠান থেকে একাধিকবার কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে অধ্যয়ন করছিলেন।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর ত্বকীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

বিশ্বমঞ্চে কোরআন তেলাওয়াতে অসামান্য কৃতিত্ব দেখিয়ে ত্বকী বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন। ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন তিনি। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনেও কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দেশকে গৌরবান্বিত করেন।

এছাড়া, তিনি এনটিভিতে প্রচারিত ‘কুরআনের আলো’ অনুষ্ঠানসহ দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায়ও একাধিকবার বিজয়ী হন।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন ত্বকী। তাঁর বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। ছেলের মৃত্যুতে শোকে মুহ্যমান পরিবার ও প্রিয়জনেরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করছেন এই প্রতিভাবান হাফেজের মৃত্যুতে।

এনএনবাংলা/