অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দাতা দেশ ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে আসন্ন নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো সংশয় নেই।
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনে পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। তবে সরকার এমন কাউকে আনতে চায় না, যাদের উপস্থিতি অযথা বিতর্ক সৃষ্টি করতে পারে।
সম্পর্কের ভারসাম্য বজায় রাখার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের প্রতিটি বড় দেশের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, আর সরকার সে সম্পর্ক রক্ষায় সচেতনভাবে কাজ করছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
জাতীয় নির্বাচনের আগে গণভোটের ‘কোনো সুযোগ নাই’: খসরু
নোট অব ডিসেন্ট না রেখে অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা কমিশনের: সালাহউদ্দিন
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ও জরুরি অবতরণ স্থগিত