আফ্রিকার দেশ কেনিয়ায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানে থাকা সব ১২ আরোহীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মাসাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (KCAA)।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় শহর দিয়ানি থেকে উড্ডয়ন করা বিমানটি মাসাই মারা ন্যাশনাল পার্কের পথে দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বিমানের সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।
কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে মোট ১২ জন আরোহী ছিলেন। উদ্ধারকারী দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে।
এর আগে, গত আগস্টে নাইরোবির উপকণ্ঠে চিকিৎসা সহায়তা সংস্থা অ্যামরেফের একটি ছোট বিমান বিধ্বস্তে ছয়জন নিহত ও দুইজন আহত হন।
এনএনবাংলা/

আরও পড়ুন
যেকোনো উসকানির মুখে ধীর ও শান্ত থাকতে দেশবাসীর প্রতি তারেক রহমানের আহ্বান
সোমবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা
‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে’