গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
যুবদলের গৌরবের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গঙ্গাচড়া উপজেলা যুবদলের উদ্যোগে বর্নাঢ্য র্যালি করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে গঙ্গাচড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি, যবুদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবি দল, তাতীদল, জাসাস, মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থদের উপস্থিতিতে ও নানা শ্লোগানে মুখরিত হয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি। র্যালিতে উপজেলা সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চান, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলু, উপজেলা যুবদলের আহবায়ক সাজু আহম্মেদ স্বপন, সদস্য সচিব শাহিন আলম সোনা, সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম মিয়া, সদস্য মমিনুল ইসলাম বাবু, সদস্য সিরাজুল ইসলাম সজীব, মৃদুল, নুর আমিন, কৃষক দলের শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আমিনুর রহমান রঞ্জুসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। র্যালি শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দপা নিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এর আগে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

আরও পড়ুন
প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা অগ্নি সংযোগের প্রতিবাদে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন
হাদির হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ
কুলাউড়ায় সরকারি ট্রান্সফরমারসহ পিকআপ জব্দ