জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
“অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বেলাগাওঁ উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেমের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সম্পর্কে বেলাগাওঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা করেন বাংলাদেশ গ্রাম আদালত জুড়ী উপজেলা সমন্বয়কারী সম্পা রানী দেব। এসময় গ্রাম আদালত সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন বেলাগাওঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এরশাদ আলী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, অভিভাবক সদস্য মো: আব্দুর রব সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। গ্রাম আদালতের সমন্বয়কারী সম্পা রানী দেব ও ইউপি সদস্য আবুল কাশেম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনমুলক সভার মাধ্যমে শিক্ষার্থীরা সচেতন হবে এবং তাদের মাধ্যমে তাদের পরিবার পরিজন সচেতন হবে। ফলে গ্রাম আদালত আরো সক্রিয় হবে, গ্রামের সাধারণ মানুষের হয়রানি কমবে, আর্থিক ক্ষতি হবে না এবং উচ্চ আদালতেও মামলার জট কমবে। সহজ ও স্বল্প খরচে বিচারপ্রাপ্তির মাধ্যম যা স্থানীয় পর্যায়ে ছোটখাট বিরোধ দ্রুত নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা রাখে। গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারী ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গঠিত গ্রাম আদালত এবং অভিযোগ দায়েরের পদ্ধতি, সালিস পদ্ধতি ও রায় কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন
হাদির হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ
কুলাউড়ায় সরকারি ট্রান্সফরমারসহ পিকআপ জব্দ
বিএনপি সরকার গঠন করলে রংপুরের বেকার সমস্যা দূরীকরণ হবে কর্মসংস্থান সৃষ্টি হবে-সামু