জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মেট্রোর হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যেই যেন নির্বাচন হয়—এটা আমাদেরও প্রত্যাশা। কিন্তু পতিত শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত। যদি কোনো দল ক্ষমতার লোভে জাতীয় ঐক্য ভাঙতে চায় বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়, তাহলে হিতে বিপরীত হবে। সংসদ টেকাতে তাদের কষ্ট হবে, জনগণের আস্থাও হারাবে।’
নাহিদ আরও বলেন, ‘জুলাই সনদ কোনো দলীয় প্রস্তাব নয়, এটি জনগণের মুক্তির দলিল। এর বাস্তবায়ন ছাড়া গণতন্ত্র পূর্ণতা পাবে না। ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী সংবিধান সংস্কারের বিষয়গুলো গণভোটে নেওয়া উচিত। জনগণই নির্ধারণ করবে, কী থাকবে আর কী বদলাবে।’
গণভোটের গুরুত্ব তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, ‘নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না। সংস্কারের রূপরেখা জনগণের হাতে যাবে, তারাই সিদ্ধান্ত নেবে। গণভোট ছাড়া কোনো সনদ বাস্তবায়ন মানে জনগণের মতামত উপেক্ষা করা।’
তিনি আরও বলেন, ‘গণহত্যার বিচার না হলে ফেব্রুয়ারির নির্বাচনের কোনো অর্থ নেই। বিচারহীন নির্বাচন হবে কাগজের সাইন মাত্র, যার বাস্তব মূল্য শূন্য। ইতিহাস সাক্ষী—নব্বইয়ের পর ত্রিদলীয় রূপরেখা ক্ষমতার পথেই সীমাবদ্ধ ছিল। আমরা সেই ভুল আর করব না।’
এনএনবাংলা/

আরও পড়ুন
নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না: ভারতকে পররাষ্ট্র উপদেষ্টা
ওসমান হাদিকে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে
‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা