ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক এবং চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
আগামী বছর রমজানের আগেই, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ইসি ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিচ্ছে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনাও রয়েছে।
সূত্র জানায়, তফসিল ঘোষণার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা, ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, ভোটকেন্দ্র থেকে পোস্ট অফিসের মাধ্যমে বিশেষ খামে ভোটগণনার ফলাফল ইসিতে পাঠানো, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত প্রস্তাবনা প্রণয়নের বিষয়গুলো সভায় আলোচনার মূল এজেন্ডা হিসেবে রাখা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
‘শাপলা কলি’ নয় ‘শাপলা ফুল’ চায় এনসিপি
গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল
ইসির প্রতীক তালিকায় নতুন যুক্ত হলো ‘শাপলা কলি’