মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
মুরাদনগরে নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের হাত ও গলায় রশি পেঁচানো ছিল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কুমিল্লা মুরাদনগর উপজেলার সিমানাপাড় গ্রামের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত শিশুর নাম আদিবা জাহান মীম। সে ওই গ্রামের হানিফ মিয়ার মেয়ে।
মৃত শিশু আদিবার বাবা হানিফ মিয়া বলেন, ‘আমার মেয়ে যদি পানিতে ডুবে মরত, তাহলে ভেসে উঠত। কিন্তু তার হাতে আর গলায় রশি বাঁধা। কেউ আমার মেয়েকে মেরে ফেলে রেখে গেছে। আমি বিচার চাই।’
শিশু আদিবার মা জান্নাত আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। তার বিলাপে কেঁপে উঠছে পুরো পাড়া। প্রতিবেশীরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরছেন, কিন্তু কেউ কান্না থামাতে পারছেন না।
স্থানীয় ইউপি সদস্য মো. আউয়াল বলেন, ‘লাশের অবস্থা দেখে মনে হয়েছে, মীম পানিতে ডুবে মারা যায়নি, বিষয়টি রহস্যজনক।’
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

আরও পড়ুন
নীলফামারীতে চলাচলের রাস্তায় টয়লেট নির্মাণ, পথচারীদের দুর্ভোগ
দেবিদ্বারে খোলামেলা জায়গাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়লার ভাগাড়, ভোগান্তিতে রোগী-পথচারীরা
সখীপুর মহিলা কলেজে মেধাভিত্তিক ছাত্রী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা