চঞ্চল চৌধুরী, আফরান নিশো, পূজা চেরি’র পর এবার ‘দম’ সিনেমায় যুক্ত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
সম্প্রতি রাজধানীর শুটিং ক্লাবে ‘দম’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়।
গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরব, জর্ডান এবং কাজাখস্তানের নানা লোকেশনে চলছে দৃশ্যধারণ। নির্মাতা রেদওয়ান রনি কিছুদিন আগে নিজের সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করে লিখেছিলেন–‘দম এর দম পরীক্ষা।’ এরপর থেকে জল্পনা শুরু হয়, কাজাখস্তানেই চলছে ছবির কাজ।

এর আগে গুঞ্জন উঠেছিল, সিনেমাটিতে নায়িকা হিসেবে দেখা যাবে পূজা চেরিকে। গণমাধ্যমেও সে খবর ছড়িয়ে পড়ে, তবে প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পূজা চেরি থাকলেও এবার সামনে এসেছে নতুন নাম–মেহজাবীন চৌধুরী। যদিও নির্মাতা রেদওয়ান রনি এখনই বিষয়টি নিয়ে কিছু বলতে নারাজ। সিনেমাটির সঙ্গে যুক্ত একটি সূত্র নিশ্চিত করেছে–মেহজাবীন অভিনয় করছেন ‘দম’ সিনেমায়।
এনএনবাংলা/

আরও পড়ুন
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম
তুমি সারা বিশ্বের অনুপ্রেরণা—মারুফার উদ্দেশে জেমিমা
ম্যারাডোনার জন্মদিন উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার