বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। বর্তমান রাজনৈতিক অচলাবস্থা অন্তর্বর্তী সরকারেরই সৃষ্টি। তাই মিথ্যা প্রচারণা চালিয়ে জাতির সঙ্গে প্রতারণা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরের চেতনাকে মুছে ফেলতে চায়। কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ একাত্তরেই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিরোধীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত—তারা একসময় মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিল, যা জাতি আজও ভুলে যায়নি।
বিএনপি মহাসচিব আরও বলেন, অভ্যুত্থানের তিন মাসের মধ্যে যদি নির্বাচন অনুষ্ঠিত হতো, তাহলে কোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পেত না। তিনি জানান, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে প্রয়োজনীয় সব সংস্কারের প্রস্তাব স্পষ্টভাবে উল্লেখ আছে। আমরাই সংস্কারের পক্ষে,” বলেন তিনি। “পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) হবে কি না, সে সিদ্ধান্ত নেবে আগামী সংসদ। পিআর না হলে নির্বাচন হবে না—এ ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ভারতে বসে বিভিন্ন গণমাধ্যমকে শেখ হাসিনা সাক্ষাৎকার দিচ্ছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারকে অনুরোধ জানাই।
এনএনবাংলা/

আরও পড়ুন
ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
ধানের শীষ-শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
পরিবেশের ক্ষতি না করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার