ভোলার নতুন বাজার এলাকায় শনিবার (১ নভেম্বর) বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই জেলা বিএনপি ও বিজেপির অফিসের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি চলছিল। পরে বিজেপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নতুন বাজারে মিছিল বের করে, যা প্রদক্ষিণ শেষে তাদের দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। একই সময় জেলা বিএনপির মিছিল মহাজনপট্টি থেকে শুরু হয়ে নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রথমে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি চালানোর ঘটনা ঘটায়, পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতদের মধ্যে উভয়পক্ষের নেতাকর্মীরা রয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
উপহারের সেই নৌকা সরকারি তোষাখানায় জমা দিলেন জ্বালানি উপদেষ্টা
ধানের শীষ-শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির, ঢাকার আসনে লড়বেন নাহিদ