November 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 1st, 2025, 6:36 pm

ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি

 

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুল্ক বিরোধী এক রাজনৈতিক বিজ্ঞাপন সম্প্রচারের কারণে তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্পের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

কার্নি জানান, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডকে নির্দেশ দিয়েছিলেন বিজ্ঞাপনটি প্রচার না করার জন্য। তবে ডগ ফোর্ডের তত্ত্বাবধানে বিজ্ঞাপনটি প্রচারিত হয়, যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি ক্লিপ ব্যবহার করা হয়েছিল। ক্লিপটিতে রিগ্যান বলেন, “শুল্ক প্রতিটি মার্কিনিকে ক্ষতিগ্রস্ত করে। এতে বাণিজ্যযুদ্ধ শুরু হয় এবং অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে।”

১৯৮৭ সালের এই বেতার ভাষণ মূলত বৈদেশিক বাণিজ্যের ওপর প্রভাব ফেলেছিল। বিজ্ঞাপন সম্প্রচারের পর ট্রাম্প কানাডা থেকে আসা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি ঘোষণা করেন এবং কিছুদিন পর দ্বিপাক্ষিক সব আলোচনাও স্থগিত হয়।

এদিকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ সম্মেলনে কার্নির সঙ্গে আলোচনা “খুব সুন্দর” ছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এনএনবাংলা/