November 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 1st, 2025, 7:36 pm

জাতীয় নির্বাচন বিঘ্নিত হলে এর দায় দায়িত্ব জামায়াতকে নিতে হবে-ব্যারিস্টার খোকন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ

জাতীয় নির্বাচন বিঘ্নিত হলে এর দায় দায়িত্ব জামায়াতকে নিতে হবে। গণভোট ও পিআর জামায়াতের আইডিয়া বিএনপি মানবেনা, আমরা (বিএনপি) এটা প্রত্যাখ্যান করলাম, কমিশন ছোট দলকে বিএনপির সাথে ডাকে, যেটি বিএনপির জন্য অসম্মানজনক। এনসিপি চেয়েছে শাপলা কমিশন তাদেরকে দিয়েছে শাপলাকলি।

শনিবার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনাইমুড়ী রেলওয়ে চত্বরে উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।

উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর শরিফ সোহাগ ও পৌরসভা যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, পৌরসভা বিএনপির সদস্য সচিব রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গণি পাটোয়ারী মামুন, মাসুদের রহমান।

বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন,

উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুর মোহাম্মদ মিলন, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজিম উদ্দিন রনি, সদস্য সচিব নুর মোহাম্মদ সাদ্দাম।