রংপুর ব্যুরো:
সাংবাদিকদের আর্থিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তাসহ মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠাসহ ২১ দফা দাবি বাস্তবায়ন না হলে লং মার্চ টু যমুনার ঘোষণা দিয়েছেন রংপুরের সাংবাদিকরা।গতকাল শনিবার ( ১ নভেম্বর) দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে আয়োজনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন নেতৃবৃন্দ। মহানগরীসহ আট উপজেলার দুই শতাধিক গণমাধ্যমকর্মী বৃষ্টিতে ভিজে এতে অংশ নেন। আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় মানবন্ধনে সংহতি প্রকাশ করে রংপুর প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থাসহ মাহিগঞ্জ, সদর, শ্যামপুর, গঙ্গাচড়া, পীরগাছা, কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, মিঠাপুকুর, পীরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠন।
এসময় বক্তব্য রাখেন রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, দৈনিক মায়াবাজারের সম্পাদক সুশান্ত ভৌমিক, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, আরপিইউজে সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক বাদশাহ ওসমানী, কোষাধ্যক্ষ ও যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম রিপন, সদস্য সচিব হুমায়ন কবীর মানিক প্রমুখ।
এসময় সাংবাদিক নেতারা বলেন, আর্থিক ও কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন, সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন, রেডিও ও মাল্টিমিডিয়ার জন্য অভিন্ন ওয়েজ বোর্ড গঠন, সংবাদপত্রের ওপর আরোপিত করপোরেট ট্যাক্সের উচ্চহার ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমানোসহ ২১ দফা দাবি অবিলম্বে কার্যকর করতে হবে। বক্তারা বলেন, ‘ এসব দাবি মানা না হলে প্রয়োজনে লংমার্চ টু যমুনা কর্মসূচি পালন করবে সাংবাদিকরা। সেই কর্মসূচিতে রংপুরের সাংবাদিকরা অংশ নিবে।

আরও পড়ুন
হোমনায় তিতাস নদীর ভাঙনে কৃষি জমির ব্যাপক ক্ষতি, হুমকির মুখে বসতবাড়ি!
হিমেল হাওয়ায় কাঁপছে রাজশাহী বাড়ছে রোগ সাথে ভোগান্তি
বালু উত্তোলনে হুমকির মুখে ধলাই নদীর বাঁধ ও ব্রিজ