কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন উপজেলা সমবায় বিভাগ এবং সমবায়ীদের যৌথ উদ্যোগে জাতীয় এই দিবসটি পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে শহীদ ময়েজউদ্দিন অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা ।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসাম্মদ নাহিদা খাতুন, উপজেলা মৎস কর্মকর্তা সুলতানা রাজিয়া, বিআরডিবি কর্মকর্তা ইসরাত জাহান, বিএডিসি কর্মকর্তা বন্নি শিখা রয়, উপজেলা বিএনপি’র আহবায়ক মাস্টার হুমায়ুন কবীর, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এর আগে উপজেলা প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য সমবায় র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।
প্রধান অতিথি বলেন, সমবায় দেশের অর্থনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নে ভ‚মিকা রাখছে। যা দেশের তৃণমূল পর্যায়ের মানুষের অর্থনৈতিক মুক্তির বড় হাতিয়ার। সরকার সমবায়ীদের পাশে থেকে উদ্যোক্তা তৈরি, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনে কাজ করছে। তিনি কালীগঞ্জের সমবায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন
রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজনকে মনোনীত করায় ঐক্যবদ্ধভাবে উৎফুল্ল বিএনপি নেতাকর্মী
কুড়িগ্রামে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা
সুন্দরবনের দুবলার চরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড