রংপুর ব্যুরো:
বীমা গ্রাহকদের বোনাসের দাবিতে আন্দোলন করা ৯ জন উন্নয়ন ম্যানেজার, উন্নয়ন কর্মকর্তা সহ এক এজেন্ট কে বরখাস্ত করেছে জীবন বীমা কর্পোরেশন কর্তৃপক্ষ।বরখাস্ত হওয়া উন্নয়ন ম্যানেজার, উন্নয়ন কর্মকর্তা ও এজেন্টগণ সকলেই রংপুর বিভাগের বিভিন্ন কার্যালয়ে কর্মরত ছিলেন।খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রাহকদের বোনাস বন্ধ ও ১৯৭৮ সালের চাকরির প্রভিধান মালা বাস্তবায়নের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ায় কর্তৃপক্ষের এ হটকারী সিদ্ধান্ত।
সূত্র জানায়, জীবন বীমা কর্পোরেশনের গ্রাহকদের ৬ বছরের বোনাস বন্ধ থাকা এবং উন্নয়ন অফিসারদের চাকরির প্রভিধানমালা বাস্তবায়নের দাবিতে ৫ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে আন্দোলন শুরু করেন রংপুর বিভাগের উন্নয়ন ম্যানেজারও উন্নয়ন অফিসাররা।
এরই ধারাবাহিকতায় ১৭ই সেপ্টেম্বর তারা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এবং প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
পরবর্তীতে, ২৮ ডিসেম্বর জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার (উন্নয়ন) মাইনুদ্দীন রংপুর রিজিওনাল অফিসে ব্যবসা উন্নয়ন মিটিং করতে এলে আন্দোলনরত উন্নয়ন ম্যানেজার, উন্নয়ন অফিসার ও এজেন্টরা অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
পরে,দুই পক্ষের মধ্যে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্দোলনরত উন্নয়ন ম্যানেজার তহিদুল ইসলাম জীবন ও উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম জানান, গ্রাহকদের বোনাস বন্ধ থাকার কারণে তারা মাঠপর্যায়ে নানা অপমানের শিকার হচ্ছেন। গ্রাহকরা বীমাপত্র ভাঙতে এলে জমাকৃত অর্থের মাত্র ২৫ শতাংশ পাচ্ছেন।
তারা আরও বলেন, ১৯৭৮ সালের চাকরির প্রভিধানমালা বাস্তবায়ন না হওয়ায় চাকরি শেষে অনেক কর্মকর্তা মানবেতর জীবন যাপন করছেন। বৈঠকে ম্যানেজার (উন্নয়ন) মাইনুদ্দীন আন্দোলনকারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে উন্নয়ন মিটিং করবেন না এবং ম্যানেজমেন্টের কাছে বিষয়টি উপস্থাপন করার আশ্বাস দেন।
কিন্তু পরে ৮৬ সেলস ইনচার্জ শমশের আহমেদের উদ্যোগে ৩ তলায় উন্নয়ন মিটিং শুরু হলে আন্দোলনকারীরা বাধা প্রদান করে। এতে উভয় পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।তারপর, ঝুলানো রড লাইট ছিঁড়ে দিনাজপুর করপোরেট ইনচার্জ নুর মোহাম্মদের মাথায় পরে। এতে তিনি আঘাত প্রাপ্ত হয়। সেই সাথে আঘাত প্রাপ্ত হয় উন্নয়ন ম্যানেজার তহিদুল ইসলাম জীবনও।
এ ঘটনার পর রংপুর রিজিওনাল অফিসের ডি.জি.এম মোঃ ইয়াফেস আলী ১৪ জন উন্নয়ন ম্যানেজার,উন্নয়ন অফিসার ও একজন এজেন্টের বিরুদ্ধে একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করেন। মামলাটির চার্জশীট এখনও দাখিল না হলেও জীবন বীমা কর্তৃপক্ষ ৮জন উন্নয়ন ম্যানেজার ও উন্নয়ন অফিসার কে বরখাস্ত করেন। সেই সাথে একজন এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়।
আন্দোলনরত উন্নয়ন অফিসার আনোয়ারুল ইসলাম সেলিম ও রেজাউল ইসলাম জানান, মামলা বিচারাধীন থাকা অবস্থায় বরখাস্তের সিদ্ধান্ত সরকারি চাকরির বিধিমালার পরিপন্থী এবং এটি আন্দোলন দমন করার অপ-কৌশল।
এ বিষয়ে জানতে জীবন বীমা কর্পোরেশন রংপুরের ডিজিএম মোহাম্মদ ইয়াফেস আলীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

                
আরও পড়ুন
আতিকুর রহমান ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক পদে মনোনিত
বিদ্যুতের ঘাটতি কমাতে কালীগঞ্জে নির্মিত হচ্ছে ইনডোর পাওয়ার গ্রিড
সারিয়াকান্দিতে যমুনায় তীব্র ভাঙ্গন,কৃষি জমি হারিয়ে দিশেহারা কৃষকেরা