November 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 1st, 2025, 8:01 pm

রংপুরে দুই শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলায় র‌্যাব ১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার

রংপুর ব্যুরো:

রংপুরে দুই শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলা; র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার।গতকাল শুক্রবার সন্ধ্যায় র‌্যাব অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সংবাদমাধ্যমকে জানান বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, গত  ০৫/০৮/২০২৫ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় প্রতিদিনের ন্যায় ভিকটিম শিশু ১। আব্দুর রহমান (০৮) ও ২। মারুফ (০৬) গংগাচড়া থানা এলাকার ঘাঘট নদী সংলগ্ন এলাকায় বালু উত্তোলন পয়েন্টে পাথর কুড়ানোর উদ্দেশ্যে যায়। শিশুদ্বয় পাথর কুড়ানোর কারনে ধৃত আসামি মোঃ আজাহারুল ইসলাম (৩৮) ভিকটিম তাদের উপর ক্ষিপ্ত হয়ে সহযোগী আসামিগণের সহায়তায় নৃশংসভাবে হত্যা করে এবং গুম করার উদ্দেশ্যে বালু উত্তোলন পয়েন্টে বালু চাপা দিয়ে রাখে। ভিকটিম শিশুরা বাসায় সঠিক সময়ে না ফেরায় তাদের অভিবাবকগণ খোঁজাখুঁজির একপর্যায়ে ধৃত ০১ নং আসামির বালু উত্তোলন পয়েন্টে মাটিচাপা দেওয়া অবস্থায় তাদের মৃতদেহ খুঁজে পায়। পরবর্তীতে শিশুদ্বয়ের পিতা মোঃ আব্দুর রশিদ এবং মোঃ জাকেরুল ইসলাম বাদী হয়ে রংপুর জেলার গংগাচড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২/২৬১, তাং-০৭/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।

ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়াতদন্ত  শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

তিনি আরও জানা শুক্রবার সকাল ০৯.৩০ দিকে  সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন মোহাম্মদপুর গ্রামের জনৈক  মোঃ জুয়েল হোসেন (৬৫), পিতা- মৃত মোকছেদ আলীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামী মোঃ আজাহারুল ইসলাম (৩৮), পিতা- মৃত পেনসুল, সাং- সিট পাইকান, থানা- গংগাচড়া, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।