November 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 2nd, 2025, 7:48 pm

নাসিরনগরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক কর্মশালা

নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে “প্রতিবন্ধী শিশুদের মূলস্রোত ধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য” শীর্ষক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ কর্মশালার  আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন  ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা কার্যালয়ের  উপ-পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম।

বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ‍্যক্ষ মোহাম্মদ রমজান আলী, সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।  উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাখেশ পালের সঞ্চালনায়  কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ  কবির হোসেন,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন,একাডেমিক সুপারভাইজার  রহিমা খাতুন,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূইঁয়া, শ্রীঘর এসএইডিপি মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী,মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস, কামারগাঁ সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শশাংক শেখর দাস,তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ  আলফাজ মিয়া, প্রতিবন্ধীর অভিভাবক মোহাম্মদ কবির মিয়া,মোহাম্মদ ইব্রাহিম মিয়া, মোহাম্মদ সজিব ও মোমেনা বেগম।

এই কর্মশালার উদ্দেশ্য হলো, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চালু থাকা শিক্ষা উপবৃত্তি কর্মসূচির কার্যকারিতা বৃদ্ধি,

নীতিমালা সম্পর্কে অবহিতকরণ এবং কর্মপন্থা নির্ধারণ করা। এই কর্মসূচির আওতায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা মাসিক উপবৃত্তি পেয়ে থাকে, যা তাদের শিক্ষালাভ ও বিকাশে সহায়ক ভূমিকা রাখে।