মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধ:
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের নির্দেশে দীর্ঘদিনের চলাচলের পথের সামনে খোলামেলা স্হানে রোগীদের ব্যবহৃত ময়লা ফেলে ভাগাড় বানিয়ে, রোগী-পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি করা হয়েছে।
শনিবার (১লা নভেম্বর) হসপিটালের ভেতরে সরেজমিনে গিয়ে দেখা হসপিটালের দক্ষিণ পাশে খোলামেলা স্হানে ময়লা ফেলে রাখা হয়েছে। এতে ময়লার ভাগাড়ের পাশ দিয়ে চলাচল করা পথচারীরা দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে দ্রুত স্হান পরিত্যাগ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, দেবিদ্বারের ডিপ্লোমা চিকিৎসক কুহিনূর এর সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর কর্মকর্তা ডাঃ মুহিবুস সালাম খানের সাথে চিকিৎসা বিষয়ক ও ব্যক্তিগত দ্বন্দ্বে, হসপিটালের ওই কর্মকর্তার নির্দেশেই পরিস্কার পরিচ্ছন্ন কর্মীরা খোলামেলা স্হানটিতে ময়লা ফেলেছে। আগে স্হানটিতে ময়লা ফেলা হত না, বর্তমানে তাদের এ দ্বন্দ্বেই গত দুইদিন ধরেই ফেলা হচ্ছে। ডিপ্লোমা চিকিৎসক কুহিনূর হসপিটালের দক্ষিণ পাশের ভবনে ভাড়া বাসায় থাকায় এমন কর্মকান্ড করছেন স্বাস্থ্য কর্মকর্তা। তবে একই বাড়ির পাশের বাসায় আরেকজন ডিপ্লোমা চিকিৎসক মাইনুল বসবাস ও চিকিৎসা সেবা দিচ্ছেন এ নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার কোন অপারগতা নেই।
এ বিষয়ে বাড়ির মালিক সফিউল্লাহ মানিক জানান, ডিপ্লোমা চিকিৎসক কুহিনূর আমার বাড়িতে ভাড়া থাকেন, বাসায় তার কাছে আসা রোগীদের সে চিকিৎসা প্রদান করেন। আর সেই কারণে হসপিটাল কর্তৃপক্ষ তাদের আসা যাওয়া পথের সামনে ময়লার ভাগাড় বানিয়েছে। যদিও ঘটনাটি মাত্র গত কয়েকদিনের। এভাবে একজন ব্যক্তির সাথে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কয়েকটি পরিবারসহ শতশত মানুষের চলাচলের স্হানে ময়লা ফেলে দুর্ভোগ ও জনভোগান্তি সৃষ্টি দুঃখজনক ব্যাপার। আমরা ময়লার গন্ধে বাসায় থাকতে পারি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এ থেকে নিস্তার চাচ্ছি।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম খান এর সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।

আরও পড়ুন
আতিকুর রহমান ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক পদে মনোনিত
বিদ্যুতের ঘাটতি কমাতে কালীগঞ্জে নির্মিত হচ্ছে ইনডোর পাওয়ার গ্রিড
সারিয়াকান্দিতে যমুনায় তীব্র ভাঙ্গন,কৃষি জমি হারিয়ে দিশেহারা কৃষকেরা