November 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 3rd, 2025, 3:09 pm

৫ দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা ৮ দলের

 

পূর্বঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, বাংলাদেশ এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে। কিন্তু জুলাই সনদ নিয়ে জনগণের স্বপ্ন ও রাজনৈতিক সমঝোতার বাস্তবায়ন এখনও নিশ্চিত হয়নি।

মামুনুল হক আরও বলেন, এই পরিস্থিতিতে আমাদের দাবিগুলো আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচনের আগে যে রাজনৈতিক নিশ্চয়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার কথা ছিল, তা কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়নি।

জুলাই সনদের আইনি ভিত্তি এখন জরুরি বাস্তবতা উল্লেখ করে তিনি বলেন, জনগণ স্পষ্ট ও নির্ভরযোগ্য নির্বাচন ফলাফল চায়। কিন্তু আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ কার্যকর হবে না। তাই অবিলম্বে এর বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই পৃথকভাবে গণভোট আয়োজনের মাধ্যমে জনগণের মতামত নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, আরপিও সংশোধনের চেষ্টা করা হলে সমমনা আট দল তা মেনে নেবে না। আরপিও পূর্বের মতোই রাখতে হবে, তা না হলে নির্বাচনী প্রক্রিয়ায় দলগুলোর আস্থাহীনতা আরও বেড়ে যাবে, বলেন তিনি।

জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, সমমনা দলগুলো ইতোমধ্যে বৈঠকে ঐকমত্যে পৌঁছেছিল, কিন্তু হঠাৎ একটি দল সেই অবস্থান থেকে সরে গেছে। আমরা আশা করি, তারা দ্রুত তাদের অবস্থান পরিষ্কার করবে।

তিনি যোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া গণভোটের সময় এগিয়ে-পেছিয়ে কোনো লাভ হবে না। বরং গণভোটের মাধ্যমেই সনদটি কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের দিনে জনগণ ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটে মনোযোগী হওয়ার সুযোগ পাবে না, কারণ তখন প্রতিদ্বন্দ্বিতা ও অন্যান্য বিষয়ই আলোচনার কেন্দ্রবিন্দু হবে। তাই নির্বাচনের আগে আলাদা সময়েই গণভোট প্রয়োজন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৬ নভেম্বর সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান উপলক্ষে গণমিছিল এবং ১১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মামুনুল হক আশা প্রকাশ করেন, সরকার যে সাত দিনের সময় দিয়েছে, সেই সময়ের মধ্যেই রাজনৈতিক দলগুলো আলোচনায় বসে সমাধানে পৌঁছাবে। তার মতে, দেশের রাজনৈতিক স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবর্তনের একমাত্র পথ হলো জুলাই সনদের বাস্তবায়ন এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, এএইচএম হামিদুর রহমান আযাদ, নেজামে ইসলাম পার্টির মুফতি হারুন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এবং জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ সমমনা দলের শীর্ষ নেতারা।

এর আগে সকালে একই কার্যালয়ে আট দলের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ডেভেলপমেন্ট পার্টি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করেন।

বক্তারা বলেন, জুলাই সনদের আইনি কাঠামো স্পষ্ট না হলে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আস্থাহীনতা বাড়বে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।

তাদের মতে, রাজনৈতিক সমঝোতা ও জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন স্থায়ী বা গ্রহণযোগ্য সমাধান দিতে পারবে না।

তাই তারা জুলাই সনদের বাস্তবায়নকেই রাজনৈতিক সমঝোতার কেন্দ্রবিন্দু হিসেবে দেখছেন।

সমমনা আট দল জোর দিয়ে বলেছে, তারা সংঘাত নয়— শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান চায় এবং সে লক্ষ্যে সরকার ও রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

এনএনবাংলা/