November 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 3rd, 2025, 3:21 pm

সংকটময় মুহূর্তে দেশ, ভবিষ্যৎ নির্ধারণ করবে আসন্ন নির্বাচন: সিইসি

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে, আর আসন্ন জাতীয় নির্বাচনই দেশের আগামী পথ নির্ধারণ করবে।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনও একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়।’ তিনি জানান, এবারের নির্বাচনী কার্যক্রমে প্রায় ১০ লাখ জনবল যুক্ত থাকবেন, যার মধ্যে বন্দী ভোটার ও প্রবাসীদেরও ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এজন্য বিশেষ রেজিস্ট্রেশন অ্যাপের মাধ্যমে তাদের ভোটের ব্যবস্থা করা হবে।

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, ‘নির্বাচন পরিচালনায় আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সংখ্যার দিক থেকে দেশের সবচেয়ে বড় বাহিনী। তাই শুধুমাত্র পুরনো ধারা অনুসরণ না করে, সীমারেখা পেরিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।

এনএনবাংলা/