বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জরুরি ভিত্তিতে তাকে লন্ডনে ডেকেছেন। তবে কোন কারণে ডাকা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, উনি (সালাহউদ্দিন আহমদ) দেশের বাইরে আছেন। তবে তিনি কোন দেশে গেছেন, সেটি সঠিকভাবে বলতে পারছি না।
এনএনবাংলা/

আরও পড়ুন
মনোনয়ন বঞ্চিত দুদু, তালিকায় নেই আব্দুস সালামের নাম
বিএনপি’র মনোনয়ন না পেয়ে এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ
বিএনপির প্রার্থী তালিকায় নেই রিজভীর নাম