ঢাকার একটি আদালত আওয়ামী সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভীনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের করা দুটি পৃথক আবেদনের ভিত্তিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আবেদনে উল্লেখ করা হয়, শ. ম রেজাউল করিম সরকারি ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে প্রায় ৭ কোটি ৯৬ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। এছাড়া, তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত প্রায় ৬ কোটি ৮৪ লাখ টাকার অর্থ লেনদেনের অভিযোগও তদন্তাধীন রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি অবৈধ সম্পদের উৎস গোপন বা আড়াল করতে অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে অসংখ্য সন্দেহজনক লেনদেন করেছেন।
অন্যদিকে, ফিরোজা পারভীনের বিরুদ্ধে তার স্বামী রেজাউল করিমের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে প্রায় ৪ কোটি ৬ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে তদন্ত চলছে।
দুদকের আবেদনে বলা হয়, মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ, এ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে), নোটসিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ড ও অফিস আদেশের অংশ সংগ্রহ ও পর্যালোচনা করা প্রয়োজন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে শনাক্ত ১,১৪৭
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
‘আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি’— ট্রাইব্যুনালকে ইনু