November 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 3rd, 2025, 6:09 pm

দুবাই প্রবাসী ছেলের সন্ধান চান অসহায় বাবা-মা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

দুবাই প্রবাসী আরমান হোসেন (২৩) নামের এক যুবক গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আরমান নওগাঁ জেলার সাপাহার উপজেলার করঞ্জবাড়ি গ্রামের আব্দুস সালাম ও আমেনা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। প্রিয় সন্তানের কোনো খোঁজ না পেয়ে শোকে মূহ্যমান হয়ে পড়েছেন তাঁর অসহায় বাবা-মা।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৩ সালের শুরুর দিকে ব্যবসায়িক কারণে ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশ হয়ে পড়েন আরমান। বিষয়টি জানতে পেরে তাঁর বাবা-মা বসতভিটা বিক্রি করে ছেলের ঋণ শোধ করেন। পরবর্তীতে অবশিষ্ট অর্থ দিয়ে উন্নত জীবনের আশায় স্থানীয় এক দালালের মাধ্যমে আরমানকে প্রবাসে পাঠান।

দালালের কথামতো দুবাই গেলেও সেখানে কোনো কাজের ব্যবস্থা পাননি আরমান হোসেন। বাধ্য হয়ে তিনি দুবাইয়ের আল কুরুজ এলাকায় দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। পরিবার জানায়, হঠাৎ গত এক সপ্তাহ ধরে আরমানের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

আব্দুস সালাম ও আমেনা বেগম বলেন, “আমরা ছেলের ভবিষ্যতের আশায় শেষ সম্বল বসতবাড়ি বিক্রি করে তাকে বিদেশ পাঠিয়েছিলাম। কিন্তু এখন সেই ছেলেকেও হারিয়ে ফেলেছি। জানি না সে বেঁচে আছে কিনা।”

প্রবাসী আরমান হোসেনের সন্ধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন তাঁর বাবা-মা।

যদি কেউ আরমান হোসেনের খোঁজ পান, তাহলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—

📞 ০১৭৮৪-০৪৬০৩৭ (বাবা আঃ সালাম)

📞 ০১৩৩৭-৬৩০৭২২ (স্ত্রী)