November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 3rd, 2025, 6:13 pm

সাভারে পাঁচটি ইটভাটায় অভিযান: দুইটি ইট ভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা

ঢাকার সাভারের অবৈধ ৫টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এই সময় দুটি ইট ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা  করা হয়।

সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের ভাকুর্তার কলাতিয়ায় পরিবেশ অধিদপ্তরের ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুন নাহার ও আশিক আহামেদ সংঘবদ্ধভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক মনিটোরিং এন্ড ইনফোসমেন্ট উইং সৈয়দ ফরহাদ হোসেন।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুন নাহার জানান, পরিবেশের অনুমোদন বিহীন ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে আমরা কাচা ইটসহ ইট তৈরীর সরঞ্জাম বিনষ্ট, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ১ ইট ভাটার চিমনী গুড়িয়ে দেই এবং ২ টির আংশিক ভেঙ্গে দিয়েছি। এছাড়া বিসিএম ও এমএইচবি নামক ২ টি ইট ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সাভারের বিভিন্ন ইউনিয়নের গড়ে উঠা ১০৬ টি ইট ভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে এ সময় পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অভিযানের সহায়তায় যৌথ বাহিনী, বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ কর্মীরা উপস্থিত ছিলেন।