November 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 4th, 2025, 3:29 pm

সুদানে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, নারী-শিশুসহ নিহত ৪০

 

সুদানের উত্তর করদোফান প্রদেশে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, সোমবার প্রাদেশিক রাজধানী আল-ওবেইদের পূর্বাঞ্চলীয় আল-লুয়াইব গ্রামে এই হামলা চালানো হয়। লক্ষ্যবস্তু ছিল একটি অন্ত্যেষ্টিক্রিয়ার তাঁবু, যেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন। হামলায় বিপুলসংখ্যক মানুষ হতাহত হন।

প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনা বেসামরিক জনগণের বিরুদ্ধে আরএসএফের অপরাধের ধারাবাহিকতার অংশ। নারী, শিশু ও বয়োবৃদ্ধসহ অনেক নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন।

সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, আরএসএফকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন” ঘোষণা করা হোক, কারণ তারা ধারাবাহিকভাবে নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে।

উল্লেখ্য, আরএসএফ সম্প্রতি ঘোষণা করেছিল যে তারা আল-ওবেইদ শহরে অভিযান চালাবে, এবং স্থানীয় বাসিন্দাদের “নিরাপদ করিডোর” ব্যবহার করে এলাকা ত্যাগের আহ্বান জানিয়েছিল।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, অক্টোবরের শেষ দিক থেকে উত্তর ও দক্ষিণ করদোফান অঞ্চলে চলমান সহিংসতার কারণে অন্তত ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে, চলমান যুদ্ধে আরএসএফ সম্প্রতি উত্তর করদোফানের বারা শহর দখল করেছে। তবে তারা বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে গত ২৬ অক্টোবর, আরএসএফ উত্তর দারফুর প্রদেশের রাজধানী আল-ফাশের দখল করে বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সহিংসতা সুদানের ভৌগোলিক বিভাজনকে আরও গভীর করে তুলতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সুদান ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। প্রাণঘাতী এই সংঘাতের অবসানে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত এর কোনো সফল পরিণতি দেখা যায়নি।

এনএনবাংলা/