November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 4th, 2025, 5:12 pm

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০১

 

দেশে ডেঙ্গু পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। উদ্বেগজনক হয়ে উঠছে প্রতিদিনের মৃত্যু। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১০১ জন রোগী।

সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৯২৩ জন। এর মধ্যে গত এক সপ্তাহেই প্রাণ হারিয়েছেন ১৪ জন।

সব মিলিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৮৮ জনে।

এনএনবাংলা/