সুপ্রিম কোর্টে মামলা পরিচালনার জন্য সরকার নতুন করে ১০৮ জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে। এর মধ্যে ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের সলিসিটার উইং থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন সলিসিটার মো. মঞ্জুরুল হোসেন।
নিয়োগপ্রাপ্তরা সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সরকারের পক্ষে মামলা পরিচালনা করবেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো