November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 4th, 2025, 5:50 pm

সাতক্ষীরায় মনোনয়ন বঞ্চিত বিএনপি প্রার্থীর সমর্থকদের হরতাল-অবরোধ, কুশপুত্তলিকা দাহ

 

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে মো. শহিদুল আলম বিএনপির মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতা-কর্মী ও সমর্থকরা। কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক ডা. মো. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় তারা অর্ধদিবস হরতাল, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে নলতা এলাকায় এসব কর্মসূচি চলে। বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা মনোনয়নপ্রাপ্ত কাজী আলাউদ্দিনের কুশপুত্তলিকা দাহ করে তার প্রার্থিতা বাতিলের দাবি জানান।

বেলা ১১টার দিকে নলতা হাসপাতাল মোড়ে নলতা ইউনিয়ন বিএনপি ও সাধারণ মানুষের অংশগ্রহণে সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাব্যাপী অবরোধে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “ডা. শহিদুল আলম হচ্ছেন জনমানুষের নেতা ও গরিবের ডাক্তার। তাকে মনোনয়ন না দিলে এই আসনটি বিএনপি হারাবে।” তারা ডা. শহিদুল আলমকে পুনর্বিবেচনার মাধ্যমে প্রার্থী করার দাবি জানান।

এনএনবাংলা/