মোঃ আতোয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি।
অবশেষে নীলফামারীতেই স্থাপিত হতে যাচ্ছে চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল। জেলার সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মাঠে প্রায় সাড়ে ২৫ একর জায়গার ওপর নির্মিত হবে এই হাসপাতালটি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে হাসপাতাল নির্মাণের মাস্টারপ্ল্যান প্রণয়ন ও প্রাক্কলিত ব্যয় নির্ধারণের জন্য নোটিশ জারি করেছে।
গত ৩০ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে জারি করা ওই নোটিশে স্বাক্ষর করেন উপসচিব ফাতিমা তুজ জোহরা ঠাকুর। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
চীন সরকারের এই উপহার হাসপাতালটি স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চললেও মন্ত্রণালয়ের এ নোটিশে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নীলফামারীবাসী।
জেলা বিএনপির সদস্য সচিব ও নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এএইচএম সাইফুল্লাহ রুবেল বলেন, “এই হাসপাতাল স্থাপনের মাধ্যমে এলাকার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। উন্নত চিকিৎসার জন্য আর দেশের বাইরে যেতে হবে না। এটি আমাদের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।”
সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী সদর আসনে দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, “নীলফামারীর মানুষ আজ গর্বিত। এই হাসপাতাল জেলার স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।”
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান জানান, “আমরা নোটিশ পেয়েছি এবং ইতোমধ্যে ডিজিটাল সার্ভে কাজ শুরু করেছি।”
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “টেক্সটাইল মাঠ এলাকায় সরকারের প্রায় ৬০ একর জমি রয়েছে। হাসপাতাল স্থাপনে ২৫ একর প্রয়োজন, যা মন্ত্রণালয়ে বরাদ্দ প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে। এখন ব্যয় নির্ধারণ ও নকশা তৈরির কাজ চলছে।”
তিনি আরও বলেন, “সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই নীলফামারীতেই বাস্তবায়িত হবে চীন সরকারের উপহার এই আধুনিক হাসপাতাল প্রকল্প।”
প্রসঙ্গত, হাসপাতালটি স্থাপন নিয়ে রংপুরসহ কয়েকটি জেলায় আন্দোলন হলেও শেষ পর্যন্ত নীলফামারীকেই নির্বাচিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
আবারও উপস্থাপনায় তাহসান
ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে ২৬ জনের মৃত্যু
নিজাম হাজারীর স্ত্রীর ৪৫ কোটি টাকার অবৈধ সম্পদ, মামলা করলো দুদক