November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 4th, 2025, 6:49 pm

রংপুরে প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় উদ্বোধন

রংপুর ব্যুরো:

রংপুরে প্রতœতত্ত্ব অধিদপ্তরের নতুন অনুমোদিত বিভাগীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ই নভেম্বর) সকালে রংপুরের গুপ্তপাড়ায় আঞ্চলিক পরিচালকের কার্যালয় উদ্বোধন করেন প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম।

উদ্বোধন শেষে রংপুর আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বলেন, রংপুর অঞ্চল প্রতœতাত্ত্বিক স্থাপনায় সমৃদ্ধ। ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলোর রক্ষণাবেক্ষণ, সুরক্ষা, সংস্কার-সংরক্ষণ, জরিপ-অনুসন্ধান ও উৎস খননের মাধ্যমে এই অঞ্চলের প্রতœতত্ত্ব অধিদপ্তরের কার্যক্রম ত্বরান্বিত করতে পঞ্চম বিভাগ হিসাবে রংপুর আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের যাত্রা শুরু হলো।

প্রতœতাত্ত্বিক স্থানগুলোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতœতাত্ত্বিক নিদর্শনগুলো সভ্যতা, সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে পর্যটকদের সম্যক ধারণা প্রদানের পাশাপাশি গবেষণায় সহায়তা করে। ‘হেরিটেজ ট্যুরিজম’-এর মাধ্যমে অর্জিত রাজস্ব আয় দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। প্রতœতাত্ত্বিক নিদর্শনগুলোর প্রচার সম্পর্কে সচিব বলেন, দেশের প্রতœতাত্ত্বিক স্থানসমূহ সম্পর্কে পর্যটকদের আকৃষ্ট করতে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটরদের সম্পৃক্ত করতে হবে। এই অঞ্চলের পুরাকীর্তি সংরক্ষণে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম বলেন, প্রতœতাত্ত্বিক নিদর্শনগুলো আমাদের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনধারা সম্পর্কে ধারণা দেয়। যে জাতি তাদের ইতিহাস সম্পর্কে যত বেশি জানে, সে জাতি তত বেশি সমৃদ্ধ। পুরাকীর্তি সংরক্ষণে রংপুর আঞ্চলিক কার্যালয়ের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এই কার্যালয়ের মাধ্যমে নিদর্শনগুলোর সংরক্ষণ ও সংস্কার কাজে গতিশীলতা আসবে। তিনি এই অঞ্চলের প্রতœতাত্ত্বিক উৎস অনুসন্ধান ও স্থাপনা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় রংপুর বিভাগের আট জেলার প্রতœতাত্ত্বিক নিদর্শন সম্পর্কিত তথ্যচিত্র উপস্থাপন করেন রংপুর ও রাজশাহী বিভাগের প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, রংপুরের বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মোঃ আবু জাফর, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব (সচিবের একান্ত সচিব) মোঃ সাইফুল ইসলাম, প্রতœতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোঃ কামাল হোসেন, রংপুর বিভাগীয় আনসার ও ভিডিপি অফিসের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোঃ মারুফ আহমেদ প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।