গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে (গাবতলী ও শাজাহানপুর এলাকা) বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
তিনি আরো বলেন, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু। শরীর ও মন ভালো রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নাই।
৪ই নভেম্বর-২৫ইং মঙ্গলবার বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়নের নগর আমরুল প্রভাতী সংঘ এর আয়োজনে হা-ডু-ডু টুর্নামেন্ট-২৫ এর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
অত্র সংগঠনের সভাপতি আমিনুর রহমান জোয়ারদার এর সভাপতিত্বে এবং আমরুল ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, সদস্য এমরান হোসেন, বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, শহর যুবদলের ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক শামীম হোসেন, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল লতিফ,
বিএনপি নেতা বাদশা সরকার, সুজন মাহমুদ, রফিকুল ইসলাম, যুবদল নেতা মশিউর রহমান বাবু, মানিক মিয়া, রঞ্জু মিয়া, খোকন মিয়া, মিল্টন হোসাইন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, যুবদল নেতা শহিদুল ইসলাম গিট্টু, রাকিবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শপ্রমূখ। খেলায় বাংড়া স্পোর্টস ক্লাব বনাম ইয়ং স্টার ক্লাব অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজনকে মনোনীত করায় ঐক্যবদ্ধভাবে উৎফুল্ল বিএনপি নেতাকর্মী
কুড়িগ্রামে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা
সুন্দরবনের দুবলার চরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড